ধানের মৌসুম চালের দাম বৃদ্ধির প্রতিবাদ

ধানের মৌসুম চালের দাম বৃদ্ধির প্রতিবাদ

ধানের মৌসুমে চালের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গণসংহতি আন্দোলন জেলা শাখার আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মারুফ আহম্মদ, ইয়াসমিন সুলতানা, আরিফুর রহমান, হাসিব আহম্মদ প্রমুখ। 

বক্তারা বলেন, ধানের মৌসুমে চালের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। সেই সঙ্গে ডাল ও তেলের দামও বেড়েছে। বক্তারা চালের দাম নিয়ন্ত্রণ এবং কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ অন্যান্য নিত্য পন্যের দাম সহনীয় রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।